বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শঙ্করচন্দ্রের বৃষ্টি

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কচুখালীপাড়ার ফরজ আলীর মেয়ে সরোজগঞ্জ ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ইবনা সারমিন বৃষ্টি (১৫)।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রোসেস সার্ভেয়ার ওসমান আলী জানান, গতকাল বুধবার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া কচুখালীপাড়ার ফরজ আলীর মেয়ে সরোজগঞ্জ ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ইবনা সারমিন বৃষ্টির বিয়ের সংবাদ গোপনে চুয়াডাঙ্গা সদর ইউএনও কেএম মামুন উজ্জামান জানতে পেরে দ্রুতভাবে বিয়ে বন্ধের জন্য তাকে নির্দেশ দেন। বেলা ৩টার দিকে ওসমান আলী পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, শঙ্করচন্দ্র ইউপি সদস্য আপিল উদ্দিন, গ্রামপুলিশ ইস্রাফিল হোসেন, মকিম হোসেন সাথে মেয়ের বাড়িতে উপস্থিত হন। এ সংবাদ বরপক্ষের নিকট পৌঁছুলে বহালগাছি গ্রাম থেকে ফেরত চলে বরযাত্রীরা। এ সময় বাল্যবিয়ের কুফল ও আইনের শাস্তির দিকগুলো বোঝালে মেয়েকে আর বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন মেয়ে পিতা-মাতা ও আত্মীয়স্বজনেরা।

Leave a comment