আলমডাঙ্গায় বৃদ্ধকে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তনের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: জমিজমা নিয়ে বিরোধে আলমডাঙ্গায় এক বৃদ্ধের চার হাত-পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। বৃদ্ধ মহর আলী গাইনের মাথায়ও কোপ মেরেছে তারা। সোমবার দুপুরে উপজেলার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ মহর আলীকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত লালচাঁদ গাইনের ছেলে মহর আলী গাইন (৬৫) বাড়ি থেকে বেরিয়ে উপজেলা শহরের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে একই গ্রামের যুবক সাদ্দাম হোসেন ও রাকিবুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহর আলীর ৪ হাত-পায়ের রগ কেটে দেয়। তার মাথায়ও কোপ মারে হামলাকারীরা। তাকে প্রথমে আলমডাঙ্গার এক ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে মহর আলীকে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মহর আলীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের সাথে কয়েকদিন আগে সামান্য ঝগড়াঝাটি হয়েছিলো। তারই প্রতিশোধ নিতে তারা বৃদ্ধ মহর আলীর চার হাত-পায়ের রগ কেটে দিয়েছে। তারা বলেন, এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a comment