স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১১ নভেম্বর। মৃত্যুবার্ষিকী পালনের প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির একাংশের দফতর সম্পাদক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী ১১ নভেম্বর। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সোমবার বাদ মাগরিব কেদারগঞ্জস্থ জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস জেলা বিএনপির সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।