মাথাভাঙ্গা মনিটর: বিয়ারের বোতল নিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে আপলোড করায় ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় ক্রিকেট দলের ওপর চটেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই’র পক্ষ থেকে দ্য হিন্দুকে বলা হয়, ভারতীয় খেলোয়াড়দের অনুসরণ করে শিশুরা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু প্রকাশ করা যাবে না যা ভারতীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির পরিপন্থী। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে ভারত। ইতোমধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলে ফেলেছে তারা। এ অনুশীলন ম্যাচের বিরতির সময়গুলো দারুণভাবে উপভোগ করছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজে মনোমুগ্ধকর বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন তারা। কখনো প্রাকৃতিক সৌন্দর্যে আবার কখনো সমুদ্র সৈকতে। ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবিও সামাজিক মাধ্যমে আপলোড করেছেন কোহলি-রাহুলরা।
এ বেড়ানোর ছবি আপলোড করেই বিপদে পড়েছেন কোহলি-অশ্বিনরা। সম্প্রতি আপলোড করা এমন একটি ছবিতে দেখা যাচ্ছে, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সমুদ্রসৈকতে একসাথে ছবি তুলেছেন লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি, উমেশ যাদব ও ভারতীয় দলের একজন স্টাফ। ছবিতে রাহুলের হাতে বিয়ারের বোতল দেখা যাচ্ছে। আর সেখানেই সমস্যার সৃষ্টি। কারণ এমন ছবি যোগাযোগ মাধ্যমে দেয়াটা উচিত হয়নি বলে মনে করছে বিসিসিআই।
দ্য হিন্দুকে বিসিসিআই’র এক মুখপাত্র বলেন, খেলোয়াড়দের এমন কাজে আমরা খুশি নই। দলের ম্যানেজারের মাধ্যমে খেলোয়াড়দের সর্তক করে দেয়া হয়েছে। তাদের জানানো হয়েছে- ভারতীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির পরিপন্থী এমন কিছু করা উচিত হবে না।