বাড়ি ফিরতে চান এই বৃদ্ধ

 

গাংনী প্রতিনিধি: মুখে পাকা দাড়ি, মাথার সামনের অংশে টাক পড়া। পরণে লুঙ্গি আর গায়ে শার্ট। হাতে থাকা ব্যাগের মধ্যে একটি কাচি, কাপড়ে মোড়ানো থালায় দুটি রুটি ও বেগুন ভর্তা এবং একটি পানির বোতল। বাড়ি থেকে অন্য কোন এলাকায় কাজের উদ্দেশে বের হয়েছে বলে মনে হতে পারে। কিন্তু স্থানীয় লোকজন এমন মন্তব্য করলেও ওই বয়োবৃদ্ধ কথা বলছেন না। শুধু আকার-ইঙ্গিতে বোঝাচ্ছেন বাড়ি ফেরার আকুতি। বাড়ি ও স্বজনদের কথা জানতে চাইলে চোখে যেন পানি আসে। এমনই এক বয়োবৃদ্ধের সন্ধান পেয়েছেন মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামের কৃষক আজিজুল ইসলাম। গত বৃহস্পতিবার ধলা গ্রামের মোড়ে ইজিবাইক থেকে নেমে ওই অজ্ঞাত ব্যক্তির কান্না শুনে নিজ বাড়িতে নিয়ে যান তিনি। কিন্তু অদ্যবধি সে কোন কথা বলছেন না।

আজিজুল ইসলাম জানান, তার বাড়িতে রেখে পরিবারের অন্যান্য সদস্যদের মতোই তিনি যত্ন করছেন। থাকা-খাওয়ার সুযোগ দিচ্ছেন। কিন্তু সে বাড়ি ফেরার জন্য কান্নাকাটি করছে। কিন্তু নিজের নাম, পরিচয়সহ কোন কথা বলতে না পারায় তার স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হচ্ছে না। গত দুদিন তিনি মেহেরপুর ও গাংনী শহরসহ বিভিন্ন স্থানে তার স্বজনদের খুঁজতে তাকে সাথে নিয়ে ঘুরছেন আজিজুল। তাই হারিয়ে যাওয়া ওই ব্যক্তির স্বজনরা জানতে পারলে ০১৮৫০৮০৯০১৮ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন আশ্রয়দাতা আজিজুল হক।