কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, এলাকার সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়ার ভয় দেখিয়ে অর্থ বানিজ্য, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে নগদ নারায়নে তুষ্ট হয়ে মাদক ব্যাবসার সহযোগিতা, ভারতীয় অবৈধ পন্য সামগ্রী অবাধে ক্রয় বিক্রয়ের সহযোগিতা করছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সংসদ সদস্যের নিকট মৌখিক অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে।
প্রাপ্তসূত্রে আরও জানা গেছে, বারোবাজার হাট থেকে একটি চোরা গরু উদ্ধারের নামে গত মঙ্গলবার দুজন ব্যাবসায়ীর নিকট থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে। স্তানীয় ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব এ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, ভুক্তভোগি তারিফ হোসেন ও সুশান্ত নামক দুই ব্যক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে এসআই নজরুল। গরুটি চুরি করা মর্মে তাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে গভীর রাতে লেনদেন করে ছেড়ে দেন। ইতঃপূর্বে এসআই নজরুল কালীগঞ্জ থানায় দায়িত্বপালন কালে বিষয়খালী গ্রামের মোবাইল ব্যাবসায়ী রেজাকে গ্রেফতার করেন। তার নিকট মোটা অঙ্কের টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকার করায় হত্যা মামলায় চালান দেন বলে অভিযোগ রয়েছে। কালীগঞ্জ বাজারের এক ধান ব্যাবসায়ীকে গ্রেফতার করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের একটি অপমৃত্যু মামলাকে পুঁজি করে সেই পরিবারের নিকট থেকে মোটা অঙ্কের অর্থ বানিজ্যের অভিযোগ রয়েছে। সর্বোপরি চোরায় গরু উদ্ধারের নামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট থেকেও মোটা অঙ্কের অর্থের বানিজ্য করেছে বলে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এসকল ঘটনার পরেও বহাল তবিয়তে হুংকার দিয়ে চলেছে অভিযুক্ত এই পুলিশের এসআই। তবে এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত এসআই নজরুলের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবেন। এ দিকে ঘটনাটি ধামাচাপা দিতে দৌঁড়ঝাপ শুরু করেছেন এসআই নজরুল ইসলাম।