স্টাফ রিপোর্টার: ‘৪৮ ঘণ্টার মধ্যে দেশের গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলা হতে পারে। নিজে সতর্ক হোন আত্মীয়দের সতর্ক করুন’ এ ধরনের একটি গুজবের বার্তা গতকাল ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিনভর এই গুজবে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। তবে আইনশৃঙ্খলার দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টিকে নিছক গুজব বলে জানিয়েছেন। একইভাবে ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকেও দেশটির নাগরিকদের এমন কোনো বার্তা দেয়া হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকে এ ধরনের বার্তা যাচাই না করে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার মোবাইল অ্যাপস ভাইবারের মাধ্যমে জঙ্গি হামলা হাওয়ার আশঙ্কার কথা জানিয়ে একটি মেসেজ ছড়িয়ে পড়ে। এরপর তা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দ্রুত ছাড়াতে থাকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। এ বিষয়ে ডিএমপি উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, এ ধরনের এসএমএসের বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিছক গুজব এটি। যাচাই না করে এ ধরনের এসএমএস ছড়িয়ে না দেয়ারও পরামর্শ দেন তিনি।