মাথাভাঙ্গা মনিটর: কোলকাতায় বচ্চন নামে একটি সিনেমা নির্মিত হচ্ছে। সিনেমাটির কাহিনি গড়ে উঠবে অমিতাভকে ঘিরে। তবে এতে অভিনয় করবেন না অমিতাভ। পরিচালক রাজা চন্দ বলেন, সিনেমায় বচ্চন আছেন ঠিকই, তবে উনি অভিনয় করছেন না। আসলে সিনেমায় অমিতাভকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। তাই এর নাম দিয়েছি বচ্চন। তবে সিনেমায় সরাসরি উনি নেই। তবে অমিতাভ না থাকলেও জিৎ এবং পায়েল সরকারের অভিনয় দেখার মতো একটি বিষয় হবে বলে আশা করছেন পরিচালক। ওয়েবসাইট সিনেজলসার খবর অনুযায়ী, কমেডি থ্রিলার ধাঁচের এ সিনেমা হবে মূলত কানাড়া সিনেমা ‘ভিশনুভারধানা’র বাংলা রিমেক। এতে জিৎ এবং পায়েলের সাথে থাকবেন দক্ষিণের অভিনেত্রী ঐন্দ্রিতা রায়। জিতের সাথে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পায়েল বলেন, রাজাদার ছবিতে আমি আর জিতদা একসাথে কাজ করছি। আমার সত্যি দারুণ লাগছে।সিনেমায় পায়েল মুখ্য চরিত্রে থাকলেও জিতের বিপরীতে থাকবেন ঐন্দ্রিতা। গ্রাসরুটস এন্টারটেইনমেন্ট এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট সিনেমাটি প্রযোজনা এবং পরিবেশনা করবে।