মাথাভাঙ্গা মনিটর: বলিউডের অকাল প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মৃত্যুরহস্য দিনকে দিন ঘনীভূত হচ্ছে। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও গত অক্টোবর মাসে হত্যার অভিযোগে মামলা করেন তার মা রাবেয়া আমিন।
সম্প্রতি এক খবরে জানিয়েছে, জিয়ার ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গিয়েছিলো। কিন্তু কোনো এক রহস্যময় কারণে সে তথ্য চেপে যায় পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা। ক্যালিনা ফরেনসিক ল্যাবরেটরি গত ১৬ আগস্ট জিয়ার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছিলো, জিয়ার নখের নিচে মানুষের মাংসের কিছু অংশ পাওয়া গেছে। কাউকে খামচে ধরলেই কেবল এমনটা হওয়া সম্ভব।
এছাড়া জিয়ার অন্তর্বাসে জমাট বাধা রক্ত পাওয়া গেছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। এ থেকে স্পষ্ট বোঝা যায়, মৃত্যুর আগমুহূর্তে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন জিয়া খান। কিন্তু ময়নাতদন্তের গুরুত্বপূর্ণ এসব তথ্য চেপে যায় পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা।