বিদেশি টুকরো খবর

ইতালিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ২০

মাথাভাঙ্গা মনিটর: ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ইতালির মিডিয়া এ খবর জানায়।  সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, এ ঘটনায় বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় উদ্ধার কর্মীরা দুর্ঘটনায় বিধ্বস্ত দুটি বগির মধ্য থেকে আটকা পড়া যাত্রীদেরকে উদ্ধার করছে। ঘটনাস্থলে এখনো বহু মানুষ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী রেঞ্জি বলেছেন, এখন আমাদের চোখ দিয়ে অশ্রু পড়ছে। কর্তৃপক্ষ ঘটনাকে নাটকীয় বলে উল্লেখ করে, রক্তদানের আহ্বান জানিয়েছেন তারা।

ছয় বছরের শিশুকে তুলে নেয়ার চেষ্টা ঈগলের

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার একটি অনুষ্ঠানে ছয় বছরের এক ছেলেকে তুলে নেয়ার চেষ্টা করেছে বিশাল এক ঈগল। মঙ্গলবারের এ ঘটনা দেখে উপস্থিত সবাই চমকে ওঠেন। তবে তাকে নিতে পারেনি পাখিটি। ছেলেটি সুস্থ আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কাছে মনে হয়েছিলো ঈগলটি যেনো শিশুটিকে একটি ‘ছোটো প্রাণীর’ মতো তুলে নিতে চাইছিলো। ছেলেটির প্রকৃত বয়স বা পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তার বয়স ছয় থেকে আট বছর। ক্রিস্টিন কনেল নামে এক দর্শনার্থী জানান, হামলার সময় তিনি ও তার স্বামী পার্কেই ছিলেন। তিনি বলেন, ‘আমি দেখলাম বাচ্চাটিকে ১৫ মিটার দূরে একটি ঈগল তুলে নেয়ার চেষ্টা করছে। তার পাশে বসা একজন শব্দ করে ঈগলকে তাড়ানোর চেষ্টা করে।’ শব্দে ভয় পেয়ে ঈগলটি বাচ্চার হুডি ধরে উঠাতে চেষ্টা করে। ঘটনার শুরু পাখিদের নিয়ে একটি অনুষ্ঠানে। মূলত সেই অনুষ্ঠানেই পরিবার নিয়ে বেড়াতে এসেছিলো ছেলেটি। সেখানেই ঘটে বিপত্তি। পরে আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেন।

দক্ষিণ চীন সাগরে চীনা মালিকানার দাবি খারিজ

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ চীন সাগরের সিংহভাগের ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি দি হেগের স্থায়ী সালিশি আদালত খারিজ করে দিয়েছে। মামলাটি করেছিলো ফিলিপাইন, আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। তবে চীন সাথে সাথেই তাদের প্রতিক্রিয়ায় বলেছে, আদালতের রুলিং কার্যত প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলেছে, এই রায় ভিত্তিহীন। দি হেগের এই আদালতের রায় মানার আইনি বাধ্যবাধকতা রয়েছে, তবে রায় কার্যকর করার কোনো ক্ষমতা আদালতে নেই। মঙ্গলবার এই রুলিংয়ের আগে যুক্তরাষ্ট্র বিতর্কিত জলসীমায় একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। সাগরের ওপর নিয়মিত টহল দিচ্ছে আমেরিকার যুদ্ধবিমান। এ সপ্তাহের চীনা সরকার সমর্থিত পত্রিকা গ্লোবাল টাইমস এক সম্পাদকীয়তে ‘সামরিক লড়াইয়ের’ জন্য প্রস্তুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে। খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে আঞ্চলিক দেশগুলোর বিরোধ দিন দিন ভয়ানক মোড় নিচ্ছে।

দক্ষিণ সুদানে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান বান কি মুনের

মাথাভাঙ্গা মনিটর: গোলোযোগপূর্ণ দক্ষিণ সুদানে অতিসত্বর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শান্তিরক্ষা বাহিনীকে আরো শক্তিশালী করতে হেলিকপ্টার হামলা চালানোর কথাও জানিয়েছেন তিনি। এছাড়া দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সাধারণ জনগণকে বাঁচাতে জাতিসংঘ মিশনকে আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন মহাসচিব। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে শুরু হওয়া সহিংসতায় ইতোমধ্যে কয়েকশ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়াও চীনের দুই জন এবং দক্ষিণ সুদানের একজন শান্তিরক্ষী নিহত হয়েছে। ওদিকে হোয়াইট হাউস সতর্ক করে জানিয়েছে, শান্তি প্রচেষ্টা যে বাধা দেয়ার চেষ্টা করবে তাকেই এর দায় নিতে হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেছেন, এটি অর্থহীন ও অমার্জনীয় সংঘর্ষ। এই সহিংসতা সৃষ্টিকারীরা দেশ এবং নাগরিকদের কল্যাণ নয়, বরং নিজেদের স্বার্থে অরাজকতা সৃষ্টি করছে। সুদানি জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। অথচ গত পাঁচ বছর যাবৎ এখানকার জনগণ শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

 

Leave a comment