স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেমনে আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক ৱ্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। মানুষ হত্যা কোরআনে সবচেয়ে ঘৃণ্য অপরাধ হিসেবে বর্ণিত হয়েছে। ফেতনা বা সন্ত্রাস সৃষ্টি হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলে বর্ণনা করা হয়েছে। কিছু বিপথগামী শিক্ষিত তরুণ ইসলামের নামে হত্যা যজ্ঞে মেতেছে। এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। নিখোঁজ তরুণ শিক্ষার্থীদের সর্ম্পকে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে হবে। সবাইকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
দামুড়হুদায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমের নেতৃত্বে একটি ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ৱ্যালি শেষে দশমী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা সুপারভাইজার আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম। প্রধান আলোচক ছিলেন দর্শনা বাজার জামে মসজিদের ইমাম মুফতি গোলাম কিবরিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন, জেলা ঈমাম সমিতির সভাপতি হাজি মাও, শফিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা জামে মসজিদের ঈমাম আব্দুল গফুর। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, খতিব এবং গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে আবুল হাসানকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে যুগ্মআহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মডেল কেয়ারটেকার আসাদুজ্জামান।
জীবননগর ব্যুরো জানিয়েছে: জীবননগরে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়। মসজিদের ইমামগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান। বেলা ১১টায় উপজেলা হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে ইসলাম কায়েমের নামে সন্ত্রাস ও মানুষ হত্যার কোনো স্থান নেই। তিনি উপস্থিত মসজিদের ইমামদের জুমার নামাজের পূর্বে কোরআন-হাদিসের আলোকে এ বিষয়ে বয়ান তুলে ধরার আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের জীবননগর উপজেলা ফিল্ড সুপারভাইজার জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাস্টার ট্রেনার আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু। আলোচনাসভা শেষে ইমামদের নিয়ে শহরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ৱ্যালি বের করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আছাদুল হকের নেতৃত্বে মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশন অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সুপারভাইজার আছাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিবনগর থানার এএসআই শেখ আলাউল, মাও. নাসিরউদ্দীন, মাও. মতিয়ার রহমান ও হাফেজ ফিরাতুল ইসলাম। পরিচালনায় ছিলেন কেয়ার টেকার মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সোমবার ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন- এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফিল্ড সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আযম খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন মণ্ডল, যুবলীগ নেতা মীর মনিরুল ইসলাম, কামিল মাদরাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা নুরুন্নবী আশিকী, সম্পাদক রবিউল ইসলাম ও বলাবাড়ীয় মাদরাসার সুপার জহুরুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সভায় মসজিদের ইমাম ও আলেম-ওলামাবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচনাসভার পূর্বে বর্ণাঢ্য এক ৱ্যালি বের করা হয়। আলোচনাসভা পরিচালনা করেন মডেল কেয়ারটেকার আব্দুল মান্নান বিশ্বাস।