বাবার কাছে টাকা হাতানোর জন্য নাটক করে সজিব

 

দর্শনা অফিস: স্কুলছাত্র সজিব অপহরণ নাটকের অবসান ঘটেছে। বাবার কাছ থেকে টাকা নিতেই স্কুলছাত্র সজিব নিজেই এই অপহরণের নাটক করে। এ ঘটনায় লোকনাথপুর বাসস্ট্যান্ড থেকে সজিবকে উদ্ধার করা হয়। একই সাথে বন্ধু ইমরানকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে অপহরণ নাটকের কথা স্বীকার করে তারা।

জানা গেছে, দামুড়হুদার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের নজরুল ইসলামের স্কুলপড়ুয়া ছেলে সজিব তার বাবার কাছ থেকে টাকা হাতানোর পরিকল্পনা করে। সেই অনুযায়ী গত শনিবার বিকেলে তারই বন্ধু দামুড়হুদার উত্তর চাঁদপুরের সিদ্দিক মিয়ার ছেলে ইমরানের বাড়িতে গিয়ে ওঠে। ইমরানের বাড়িতে থেকেই তার বাবার কাছে মোবাইলফোনে অপহরণের কথা জানায় সজিব। তাকে তুলে নিয়ে একটি ঘরে আটকে রেখেছে। দ্রুত ১০ হাজার টাকা বিকাশ না করলে তাকে হত্যা করবে বলেও তার বাবা নজরুল ইসলামকে জানায় সে। এ ঘটনায় শনিবার রাত ৮টার দিকে সজিবের বাবা নজরুল ইসলাম দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এদিকে দর্শনা আইসি পুলিশকে মৌখিকভাবে সজিব অপহরণের ঘটনায় যুবলীগ নেতা সলেমানকে অভিযুক্ত করা হয়। গতপরশু রোববার সন্ধ্যায় দর্শনা আইসি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেন সজিবকে। পরপরই গ্রেফতার করেন ইমরানকে। পুলিশি জিজ্ঞাসাবাদে সজিবের অপহরণের নাটক ফাঁস হয়ে যায়। পুলিশকে সজিব বলেছে, বাবার কাছ থেকে টাকা হাতানোর জন্য সে এই নাটক সাজিয়ে ছিলো। রাত ১১টার দিকে দামুড়হুদা থানায় এ ঘটনার আপষ রফা হলে সজিব ও ইমরানকে পুলিশ ছেড়ে দেয়।

 

Leave a comment