বিশ্বটুকিটাকি : ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পথে টেরিজা মে

ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পথে টেরিজা মে

মাথাভাঙ্গা মনিটর: কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী টেরিজা মে। প্রধানমন্ত্রীর দৌড় থেকে হঠাৎ করেই জ্বালানিমন্ত্রী আন্ড্রে লিডসম সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন টেরিজা। খবর-বিবিসির। প্রধানমন্ত্রী হতে দলের ভেতরেই ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিলো আন্ড্রে লিডসম ও তার প্রতিপক্ষ টেরিজা মে’র। এ নির্বাচনের ফল প্রকাশের কথা ছিলো ৯ সেপ্টেম্বরে। কনজারভেটিভ পার্টির প্রায় এক লাখ ৫০ হাজার সদস্যের এতে ভোট দেয়ার কথা ছিলো। কিন্তু সে প্রক্রিয়া শুরুর আগেই লিডসমের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা টেরিজা মে’র জন্য দ্রুত প্রধানমন্ত্রী হওয়ার দ্বার খুলে দিলো। লিডসম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে সফল প্রচার চালিয়ে জনগণের কাছে পরিচিতি পেয়েছিলেন।

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩০

মাথাভাঙ্গা মনিটর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক কিশোরীসহ আরো ৯ জন নিহত হয়েছে। এই নিয়ে চলমান এই বিক্ষোভে মোট ৩০ জন প্রাণ হারাল। এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। খবর-এএফপির। এই টালমাটাল অবস্থার মধ্যেই সেখানে একজন পুলিশ সদস্যকে উত্তেজিত জনতা নদীতে ডুবিয়ে মেরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইট পাটকেলের হাত থেকে বাঁচতে ওই পুলিশকে বহনকারী গাড়ি ঘুরানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। তবে নিরপেক্ষ সূত্র থেকে ঘটনাটি নিশ্চিত করা সম্ভব হয়নি। শুক্রবার সরকারি বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কাশ্মিরের বৃহত্তম বিদ্রোহী সংগঠন হিজবুল মুজাহিদিন (এইচএম) এর ২২ বছর বয়সী কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়। কাশ্মির উপত্যকার অধিকাংশ স্থানে কারফিউ বলবৎ থাকার পরও বিক্ষোভকারীরা বিক্ষোভ করে। এ সময় সরকারি বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তৃতীয় দিনের মতো সোমবার স্থবির হয়ে পড়ে উপত্যকাটির জনজীবন। সেখানকার দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে। বিক্ষুব্ধ জনতা আরো একবার কারউফিউ ভঙ্গ করে রাস্তা নেমে আসে। ২০১০ সালের পর থেকে এটাই কাশ্মিরে সবচেয়ে বড় অস্থিরতা।

সহিংসতা থামাতে দ. সুদানের রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি

মাথাভাঙ্গা মনিটর: সহিংসতা বন্ধে দক্ষিণ সুদানের প্রধান দুই রাজনৈতিক দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এছাড়া সংঘর্ষ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে শান্তিরক্ষা মিশনের কাছে হামলায় মিশনের কয়েকজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেইসাথে দেশটিতে আরো অধিক সংখ্যক শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা জানিয়েছে তারা। গত শুক্রবার দেশটির সরকার প্রেসিডেন্ট সালভা কির এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাকারের অনুগত বাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে। রাজধানী জুবার রাস্তায় দু পক্ষের মধ্যে গুলির ঘটনায় সংঘর্ষের সূত্রপাত হয়। সহিংসতা ছড়িয়ে পড়লে দুই শতাধিক মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে শান্তিরক্ষা বাহিনীর একজন চীনাসহ আরো অনেক সদস্য রয়েছেন। তাছাড়া অসংখ্য বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা পরিষদ স্তম্ভিত এবং ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। ২০১১ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই দু পক্ষের মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে। গৃহযুদ্ধ নিরসনে দু দলের মধ্যে গত বছর একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্থায়ী যুদ্ধবিরতি এবং রাজধানীতে কোনো ধরনের সৈন্য প্রেরণ না করার কথা উল্লেখ করা হয়।

একগুচ্ছ আঙ্গুরের দাম ১১ হাজার ডলার!

মাথাভাঙ্গা মনিটর: জাপানে এক গুচ্ছ আঙ্গুর রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। মাত্র ৩০টি আঙ্গুর বিক্রি হয়েছে ১১ হাজার ডলারে। জাপানে প্রায়শই ফলের দাম এরকম অস্বাভাবিক হয়ে উঠে। কারণ কখনো কখনো এই ফল খাওয়াকে দেখা হয় সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে। পশ্চিম জাপানে সুপারমার্কেটের একজন মালিক এসব ফল কিনেছেন এবং একটি আঙ্গুরের দাম পড়েছে প্রায় ৩৬০ ডলার। অত্যন্ত সুমিষ্ট এই আঙ্গুর রুবি রোমান্স প্রজাতির। মরসুমের একেবারে শুরুর দিকে এই ফলটি প্রথম বাজারে এসেছে। সুপারমার্কেটের মালিক তাকামারু কুনিশি বলেছেন, এগুলো আমরা কাস্টমারদের খেয়ে দেখার জন্যে তাদেরকে দেবার আগে দোকানের ডিসপ্লেতে রাখবো। আমি খুব খুশি এবং নিজেকে সম্মানিত বলে বোধ করছি। মরসুমের শুরুর দিকে বাজারে যেসব ফল আসে সেগুলো অস্বাভাবিক দামে কিনতে দ্বিধা করেন না জাপানিরা। এই ফল তারা তাদের চেয়েও সামাজিক মর্যাদাপূর্ণ বা ক্ষমতাবান লোকদের উপহার হিসেবে দিয়ে থাকেন। গত বছর একজোড়া তরমুজ বিক্রি হয়েছে ১২ হাজার ডলারেরও বেশি দামে।

Leave a comment