স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, সাংবাদিকরা নিজেদের বিবেকের দৃষ্টিকোণ থেকে সঠিক ও সত্য ঘটনাটি তুলে ধরবেন এটাই প্রত্যাশা। বর্তমানে পত্র-পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের ওপর কোনো প্রকার সেন্সরশিপ নেই। সাংবাদিকরা এখন প্রতিটি সংবাদ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন। অথচ আগে সেন্সর করে খবর প্রচার করতে হতো। অবাধ স্বাধীনতার সুযোগে যাতে কেউ খবর বিকৃত করে প্রকাশ করতে না পারে এজন্য সাংবাদিকদেরকেই উদ্যোগ নিতে হবে। আহমেদ পিপুল চুয়াডাঙ্গার সন্তান হলেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার সুপরিচিতি রয়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব তাকে সংবর্ধনা দিয়ে একটি মহতী কাজ করেছে।
চুয়াডাঙ্গার কৃতীসন্তান এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপরোক্ত মন্তব্য করেন। সাংবাদিক আহমেদ পিপুল জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ লাভ করায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব গতকাল রোববার রাত ৮টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিক, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, আহমেদ পিপুলকে একজন ভালো সাংবাদিক হিসেবেই চিনি। তিনি নিজ যোগ্যতা বলে জাতীয় প্রেসক্লাবের সদস্য হয়েছেন। তার সংবাদে অনেকেই সচেতন হয়েছেন। তার জন্য অনেক শুভেচ্ছা। বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, চুয়াডাঙ্গার সাংবাদিকদের সামনে আহমেদ পিপুল আদর্শ হয়ে থাকবেন।
সংবর্ধিত অতিথি সাংবাদিক আহমেদ পিপুল বলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব আজকে আমাকে সম্মানিত করে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। মফস্বলের সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি নিজে সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলেছি। যার সুফল হিসেবে ইতোমধ্যে পিআইবি চুয়াডাঙ্গার সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করেছে। মফস্বলে কর্মরত সাংবাদিকরা শিগগিরই সম্মানের সাথে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার মতো আর্থিক সুবিধাদি ভোগ করবেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি মাহতাব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজীব হাসান কচি, প্রেসক্লাব সদস্য শেখ সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সদস্য কবি ইকবাল আতাহার তাজ ও সময়ের সমীকরণ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রেসক্লাব সদস্য নাজমুল হক স্বপন।