স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনার শ্যামপুরে মুক্তিপণের দাবীতে স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে। দামুডহুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের স্কুলছাত্র সজিবকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতা ছলেমানসহ তার লোকজনের বিরুদ্ধে। শনিরার বিকেল ৪টার দিকে স্কুলছাত্র সজিবকে মোবাইলফোনে ডেকে নিয়ে এ অপহরণ ঘটনা ঘটানো হয়েছে। অপহৃত সজিব দর্শনা পৌর এলাকার শ্যামপুরের নজরুল ইসলামের ছেলে এবং মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
অপহৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিরার বিকেলে অজ্ঞাত ব্যাক্তি স্কুলছাত্র সজিবকে মোবাইলেফোনের মাধ্যমে ডেকে নেয়। পরে রাত ৯টার দিকে সজিব তার বাবার কাছে মোবাইলফোনের মাধ্যমে অপহরণের বিষয়টি জানায়। একটি ঘরে আটকে রাখা হয়েছে বলে নিজের ব্যবহৃত মোবাইলফোন দিয়ে তার বাবাকে জানায় সজিব। রাতেই সজিবের বাবা নজরুল ইসলাম দামুডহুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার সকালে আবারও ফোন দিয়ে মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশ করার জন্য বলে। বিকালের মধ্যে দাবীকৃত টাকা না দিলে অপহরণকারীরা তাকে হত্যা করবে বলেও জানায় সজিব।
অপহৃতের বাবা নজরুল ইসলাম জানান, প্রেম ঘটিত কারনে তার ছেলে সজিবকে অপহরণ করে নিয়ে গেছে পার্শবর্তী রামনগর গ্রামের যুবলীগ নেতা ছলেমানসহ তার লোকজন। যুবলীগ নেতা ছলেমান জানান, এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেয়। উদ্দেশ্যমুলক ভাবে হয়রানি করার জন্য সজিবের বাবা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল আলম জানান, কি কারনে তাকে অপহরণ হরা হয়েছে তা জানা যায়নি। তবে প্রেম ঘটিত কারণে ঘটনা ঘটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সজিবকে উদ্ধারের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।