স্টাফ রিপোর্টার: ছিন্নমূল শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেছেন, দরিদ্র ছিন্নমূল শিশুদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোঁটানা একটি ভালো উদ্যোগ। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের একাংশের একটি সংগঠনের উদ্যোগে ৫০ জন শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পোশাক তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রমুখ। পোশাক বিতরণের শুরুতেই ঢাকার গুলশান ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আয়োজকদের তরফে বলা হয়, আলোচনা পর্ব শেষে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩ থেকে ১০ বছরের ৫০টি শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক তুলে দেয়া হয়।