বাংলাদেশ সীমান্তে ভারতের সর্বোচ্চ সতর্কতা

 

স্টাফ রিপোর্টার: গুলশানে জঙ্গি হামলার পর বাংলাদেশ সীমান্তে ভারত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিশেষ ভারতের মেঘালয়ের বাংলাদেশ সীমান্তের ৪৪৩ কিলোমিটার এলাকাজুড়ে বড় ধরনের সতর্কতা জারি করা হয়। গতকাল রোববার মেঘালয়ের সীমান্ত বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (মেঘালয় সীমান্ত) পিকে ডুবে বলেন, ঢাকায় সশস্ত্র হামলার পর সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সৈন্যদের উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, তারা মেঘালয়ের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। গতকাল ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Leave a comment