মেহেরপুর অফিস : মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেরপুর পৌর বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম মনিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত একটার দিকে শহরের কাসারীপাড়া বাসভবন থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলেও নাশকতা সৃষ্টি করতে পারেন এ আশঙ্কায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম। একই রাতে জেলা বিএনপির সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের গাংনীস্থ বাসভবনসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কয়েকটি দল। তবে মনি ছাড়া অন্য কেউ আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ।