প্রতিবন্ধীদের বিভিন্ন সুবিধা দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ে চুয়াডাঙ্গা শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

শহর সমাজসেবা প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম শাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য জেলা সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি মুন্সি আলমগীর হান্নান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আতিয়ার রহমান। শহর সমাজসেবা অফিসার (অঃদা) আব্দুল্লা আল সামীর সঞ্চালনায় অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আতিয়ার রহমান।

বক্তব্যে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বর্তমান সরকার দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের বিভিন্ন সুবিধা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রতিবন্ধীদের প্রকৃতি অনুযায়ী তালিকা তৈরি করে যার যা দরকার তা সরবরাহ করা হচ্ছে। সরকার প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা, উচ্চ শিক্ষার সুযোগ, উপবৃত্তিসহ বহু সুবিধা দিয়ে আসছে। এছাড়া বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে দিয়েছে যা এই অর্থবছর থেকেই কার্যকর হবে। পরে চুয়াডাঙ্গা পৌরসভার জরিপকৃত ৯৬০ জন প্রতিবন্ধীদের মাঝে পরিচয়পত্র এবং ৪৫০ জন অসহায় দুস্থ প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।