জীবননগরে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী নিহত

 

এমআর বাবু/সালাউদ্দীন কাজল: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোদাল দিয়ে মাথায় আঘাত করে রুমা রাণী (২৩) নামে এক গৃহবধূকে খুন করেছেন তার স্বামী সুভাষ চন্দ্র। ঘটনার পর গ্রেফতার এড়াতে স্বামী সুভাষ চন্দ্র পালিয়েছেন।

পুলিশ জানায়, যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের সুভাষ চন্দ্র ও তার স্ত্রী মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে নানাবাড়ি দুলাল চন্দ্রের বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সুভাষ চন্দ্র কোদাল দিয়ে তার স্ত্রী রুমা রাণীর মাথায় আঘাত করেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই আহসান জানান, স্বামী সুভাষ মানসিকভাবে অসুস্থ হওয়ায় দুদিন আগে তাকে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের নানার বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে গোলযোগে সূত্র ধরে বৃহস্পতিবার সকালে রুমাকে কোদাল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। রুমাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এরপর তার লাশ হাসপাতালে রেখে স্বামী সুভাষ পালিয়ে গেছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক নাহিয়ান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রুমা নামের এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। এরপর তার লাশ রেখে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে গেছে। নিহতের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a comment