আগষ্ট নাগাদ কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ

 

স্টাফ রিপোর্টার: পুরো উদ্যোমে এগিয়ে চলেছে চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ। এরই ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের ঢালায় কাজের উদ্বোধন করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস নাগাদ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মূল উদ্যোক্তা চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান। গতকাল বৃহস্পতিবার  সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমিতে নির্মাণাধীন এ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ঢালায় কাজের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান এ ঢালায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা প্রশাসক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢালায় কাজ ঘুরে ঘুরে দেখেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান। জেলা প্রশাসক সায়মা ইউনুস চুয়াডাঙ্গার ছেলে-মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কাজের উদ্যোগ গ্রহণ করায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেমএম মামুনউজ্জামানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে চালু হলে আমাদের সন্তানরা সাঁতার না জানা সংক্রান্ত  অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার হাত থেকে রক্ষাপাবে বলে আমি মনে করি। ঢালায় কাজ তত্বাবধানে আরো যারা কাজ করেন তারা হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা প্রোকৌশলী, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব, সহকারী প্রোকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য চুয়াডাঙ্গা মোহামেডান স্পোটিং ক্লাবের আহ্বায়ক কমিটি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও  ক্লাবের নামে জমিদাতা গণের সহযোগিতায় লিখিত চুক্তির মাধ্যমে জায়গা নির্ধারণ পূবর্ক এ কাজ শুরু করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান।

 

 

Leave a comment