অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সস্ত্রীক আলমডাঙ্গার হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম

 

আলমডাঙ্গা ব্যুরো: অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সস্ত্রীক আলমডাঙ্গার হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের হালসায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নূরুল ইসলামের প্রাইভেটকার এ দুর্ঘটনার সম্মুখিন হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম গতকাল মঙ্গলবার সস্ত্রীক নিজস্ব প্রাইভেটকারযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বিকেল ৪টার দিকে তার প্রাইভেটকার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কের হালসা ওয়াপদা মোড়ে পৌঁছুলে আলমডাঙ্গার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ঘটে বিপত্তি। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তার প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগায়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ভেঙে দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে গুরুতর আঘাত বা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন সস্ত্রীক নূরুল ইসলাম। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তারা বাড়িতে ফিরেছেন।

Leave a comment