টিপ্পনী

খবর: (দর্শনায় অবৈধভাবে বালি উত্তোলন)

 

থোড়ায় কেয়ার আইন কানুন আমার

কারণ আছে অনেক মামা খালু

হয় না অভাব শাড়ি চুড়ি জামার

সারা জীবন বেচে বেড়ায় বালু।

 

মেলা টাকাই আসে উড়ে উড়ে

ইচ্ছে মতন দু হাত পেতে ধরি

তুলছি বালি ভালো সড়ক খুঁড়ে

ফুল বাবু তাই দাবি কাপড় পরি।

 

মামার সাথে খালুর সাথে থাকি

দান মারি তাই মোটা মোটা দেখে

সবাইকে দেই শুভঙ্করের ফাঁকি

দুর্নীতিরা বসে মাথা জেকে।

 

-আহাদ আলী মোল্লা