স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে পাঠানো স্বচ্ছ ব্যালট বাক্স চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ট্রাকযোগে পাঠানো ৪৭০টি ব্যালট বাক্স নির্বাচন কার্যালয়ে নামিয়ে রাখা হয়। চুয়াডাঙ্গা জেলায় জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে ২২টি কেন্দ্র প্রথমবারের মতো বৃদ্ধি করা হয়েছে। এ কারণে জেলা নির্বাচন কার্যালয়ের চাহিদাপত্র পেয়ে নির্বাচন কমিশন সচিবালয় ট্রাকযোগে জরুরি ভিত্তিতে ৪৭০টি ব্যালট বাক্স পাঠানোর কথা চিন্তা করেই নির্বাচন তফশিল ঘোষণার আগেই পাঠিয়ে দেয়। এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।