চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সাথে দর্শনা প্রেসক্লাবের প্রতিনিধিদলের মতবিনিময়

 

দর্শনা অফিস: সাংবাদিক চঞ্চল মেহমুদের ওপর হামলার ঘটনার সুষ্টু তদন্তের দাবিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছেন দর্শনা প্রেসক্লাবের প্রতিদিধিদল। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের সাথে তার কার্যালয়ে মতবিনিময়কালে দর্শনা প্রেসক্লাবের প্রতিনিধিদলের সদস্যরা দাবি তুলে বলেন, সাংবাদিক চঞ্চল মেহমুদের ওপর হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসি ও চোরাকারবারী। দর্শনা হল্টস্টেশন এলাকায় ওরা রাম রাজত্ব কায়েম করেছে। জিম্মি করে রেখে এলাকার মানুষকে। ওই বাহিনীর অত্যাচারে অতিষ্ট সাধারণ মানুষ ভয়ে মুখ ফুটে কোনো প্রতিবাদের সাহস পায়না। তাদের বিরুদ্ধে পত্রিকায় লিখে হামলার শিকার হয়েছেন সাংবাদিক চঞ্চল মেহমুদ। এ মামলায় হামলাকারীরা জামিনে মুক্ত হয়ে ফের মামলা তুলে নেয়ার জন্য দিচ্ছে বারবার হুমকি। যে কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক চঞ্চল মেহমুদসহ দর্শনা সাংবাদিকরা। এ দাবির প্রেক্ষিতে সুযোগ্য পুলিশ সুপার রশীদুল হাসান প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সন্ত্রাসী ও চোরাচালানীরা যতোই শক্তিশালী হোক না কেনো, তাদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয় পুলিশকে সে মোতাবেক নির্দেশনা দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। সাংবাদিক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন, আন্দোলন পরিষদের আহ্বায়ক দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, প্রেসক্লাবের নির্বাচন কমিশন এফএ আলমগীর, ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, নজরুল ইসলাম ও এসএম ওসমান প্রমুখ।

Leave a comment