মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী থেকে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রীসহ মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার ভোরে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে গাংনী উপজেলার বামুন্দী-নিশিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, বামুন্দী-নিশিপুর গ্রামের মিজানুর রহমানের নিজ বাড়িতে ভারতীয় কাপড় ও কসমেটিক্স সামগ্রী রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তার বাড়ির একটি কক্ষ থেকে ভারতীয় প্যান্ট পিস, থ্রি পিস ও গেঞ্জিসহ কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় ভারতীয় পণ্য রাখার দায়ে মিজানুরকে আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার। ডিবির ওসি জামালউদ্দীন, এসআই জালালউদ্দীনসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে মিজানুর রহমানকে আসামি করে গাংনী থানায় একটি মামলা হয়েছে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে বলে জানান গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।