জেলা স্বেছাসেবকলীগ নেতা আলমডাঙ্গা সোনাপটির রতন কুমার পালের পরলোক গমন

 

আলমডাঙ্গা ব্যুরো: জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমডাঙ্গা সোনাপটির রতন কুমার পাল (৫২) পরলোক গমন করেছেন। গতকাল রোববার বিকেল সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়ার সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দেহত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রয়াত বিমল কুমার পালের বড় ছেলে রতন কুমার পাল গত পরশু শনিবার সকালে অসুস্থ্য হয়ে পড়েন। সে সময় তাকে কুষ্টিয়ার সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার লাশ সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হয়। আগামীকাল সকালে আলমডাঙ্গা মহাশ্বশ্মানে তার লাশ দাহ করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। মৃত্যকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। এছাড়া বন্ধুসংগঠণ বন্ধনের পক্ষ থেকে সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক সোহরব হোসেন এক লিখিত বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও রতন কুমার পালের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Leave a comment