টাফ রিপোর্টার: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবার আরো ১২ ঘণ্টা বাড়িয়ে ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে। আগামীকাল রোববার ১০ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১২ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত সারা দেশব্যাপি এ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।
এদিকে হরতাল ঘোষণার সাথে সাথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সংগ্রাম কমিটি বৈঠকে মিলিত হয়। এদিকে চুয়াডাঙ্গায় মিছিল করা হয়। হরতাল আহ্বানের খবর প্রকাশের পর তিন নেতাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা বিএনপি একাংশের যুবদল মিছিল বের করে। বিএনপি নেতৃবৃন্দও এতে অংশ নেয়। অপরদিকে তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজ শনিবারেও দেশের বেশ কয়েকটি জেলায় হরতাল পালিত হচ্ছে। জেলাগুলো হলো- ভোলা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও পাবনা।
গতকাল বিকেলে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই ৭২ ঘণ্টা হরতাল দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। ( ….. পাতার … কলামে দেখুন)
বিএনপি নেতৃবৃন্দ গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা বিএনপি একাংশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা বিএনপি একাংশের কার্যালয় কেদারগঞ্জ থেকে জেলা বিএনপি একাংশের সভাপতি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের শহীদ হাসান চত্বর থেকে ঘুরে বিএনপির একাংশ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান ইমাম বকুল, যুগ্মসাধারণ সম্পাদক মাহামুদুল হাসান পল্টু, দপ্তর সম্পাদক আবু আলা সামসুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসরাম মনি, আজিজুল হক, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, খালেদ মাহমিল্টন মিল্টন, সাইফুর রশিদ ঝন্টু, আবু বক্কর সিদ্দিক আবু, ইনতাজ, মাবুদ সরকার, কাকন, সোহেল, মমিন, নজরুল ইসলাম, জাইদুল, মনির, ফারুক, মালেক, সিদ্দিক, মুবারক, অপু প্রমুখ। মিছিল শেষে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অহিদুল ইসলাম বলেন, সরাকের যদি বাকশালী কায়দায় দেশ চালায় তাহলে চুয়াডাঙ্গা থেকে আন্দোলন শুর হবে এবং এটা দেশব্যাপি ছড়িয়ে পড়বে।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রোববার থেকে ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে ঝিনাইদহে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কেপি বসু সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলকারীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ফিরে সমাবেশ করে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান, বিএনপি নেতা আব্দুল মালেক, আব্দুল মতলেব, জাহিদুজ্জামান মনা, যুবদল নেতা মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, ছাত্রদল নেতা আরিফুল ইসআম আনন বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা সরকারের পদত্যাগ দাবি করে আগামী রোববার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টার হরতাল সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা বিএনপি অফিসে আগামীদিনের হরতালকে সফল করার জন্য বিএনপি ও ১৮ দলের নেতাকর্মীরা সংগ্রাম কমিটি ও আলোচনাসভা করেছে। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মজিবার রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মীর মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আ. খালেক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লাড্ডু, জামায়াত নেতা ডা. আহমেদ জালাল, পৌর আমির নজরুল ইসলাম, মাও. সফিউদ্দিন, মাও. আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌরসম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট সংগ্রাম কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন মজিবার রহমান, ডা. আহমেদ জালাল, সানোয়ার হোসেন লাড্ডু, জামায়াত নেতা মীর আব্দুল জলিল, চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, উপজেলা সদস অধ্যক্ষ আ. কাদের, পৌর মেয়র মীর মহিইদ্দন, ইলিয়াছ আহমেদ, মীর আসাদুজ্জামান, কামরুজ্জামান বকুল, রফিকুল ইসলাম, মীর উজ্জল, মীর ইসমাইল হোসেন, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্মআহ্বায়ক মাও. ইউসুপ আলী, আয়ুব হোসেন, আ. রাজ্জাক, মাও. আ. কাদের, হাসবুল হক, মোসারেফ হোসেন, হাসান আলী, মহাবুল মেম্বার প্রমুখ। বক্তারা বলেন, যেকোনো মূলে আগামীদিনের হরতাল সফল করা হবে।