আলমডাঙ্গায় ৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা এবং মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সিডিএফ, স্টেপস ও এসডিসি’র সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে। গতকাল শনিবার আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা অফিসের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সিডিএফ’র সম্পাদক বিল্লাল হোসেন, খাদিমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুস সালাম ও জিসিএ’র সভাপতি গোলাম সরোয়ার।

এছাড়াও সংশ্লিষ্ট ৪ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল ও দারুস সালামকে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন জেহালা ও চিৎলা ইউপি চেয়ারম্যান।

Leave a comment