স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তালতলা মোড় থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে জুয়োর ২শ ২৫ টাকা। এছাড়াও ক্যারামবোর্ড এবং খেলার তাসও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকা তালতলা মোড়ে রাতে ক্যারামবোর্ড ও তাস খেলার নামে জুয়ো চলে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এ অভিযোগের ভিত্তিতে সদর থানার একদল পুলিশ গতকাল সন্ধ্যায় অভিযান চালায়। অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। উদ্ধার করে ক্যারামবোর্ড ও খেলার তাসসহ নগদ কিছু টাকা।
গ্রেফতরকৃতরা হলো- হাজরাহাটি জোড়গাছাপাড়ার কুদ্দুস আলী মণ্ডলের ছেলে আসাবুল হক, তালতলা মাঝেরপাড়ার ভিকু শেখের ছেলে শাহীন, হাজরাহাটি শেখপাড়ার আজগার আলীর ছেলে খোকন, তালতলা শ্মশানপাড়ার মতে অজিজুল হকের ছেলে আয়নাল হক বিশ্বাস ও একই পাড়ার গফুর জোয়ার্দ্দারের ছেলে শরিফ। এদেরকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে।