স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাতে শীর্ষ তিন নেতাকে গ্রেফতারের পর রাজধানীর মিরপুর, বিজয়নগর, ফার্মগেট সাত রাস্তারমোড়ে ৪ টি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।