দল ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। গত শনিবার রাতে চেয়ারপারসনের গুলগান অফিসে তিনি সাক্ষাৎ করেন। এ সময় দেশনেত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দেশের এ ক্রান্তিকালে সীমান্ত ইউনিয়নবাসী তাদের মূল্যবান রায় দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করেছে। এজন্য বিএনপির পক্ষ হতে সীমান্ত ইউনিয়বাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। তিনি বলেন, জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে সে আশা পূরণ করতে হবে। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র আজ নির্বাসিত। বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার করে বিএনপিকে শেষ করে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু স্বৈরাচারী এ সরকার কোনদিন সফল হবে না। তিনি দল ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, কেন্দ্রী যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কেন্দ্রীয় যুবদল নেতা কামরুল ইসলাম, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সী, শ্রমিক দল নেতা মানিক খন্দকার ও ছাত্রদল নেতা উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।