দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর পুণরায় ভোট গণনার দাবি

 

দর্শনা অফিস: গত ২৮ মে অনুষ্ঠিত হয়েছে দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি নির্বাচন। ওই নির্বাচনে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী ফরহাদ হোসেন অভিযোগ তুলেছেন ভোট কেন্দ্রের দায়িত্বকালীন প্রিজাইটিং অফিসারের বিরুদ্ধে। তিনি পুণরায় ভোট গণনার দাবি তুলে আবেদন করেছেন জেলা নির্বাচন অফিসারের কাছে। ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আশরাফুল হকের ছেলে ফরহাদ হোসেন সাক্ষরিত জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদনে অভিযোগ করে বলেছেন, সুষ্টুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও গণণার সময় প্রিজাইটিং অফিসার ডা. মশিউর রহমান প্রার্থীদের এ্যাজেন্টদের সাক্ষর করিয়ে দূরে বসিয়ে রেখে ভোট গণণা শুরু করেন। যে কারণে সন্দেহের দানা বাধে ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন প্রার্থীর। ফলে পুণরায় ওই ভোট কেন্দ্রের ভোট গণনা করা হলে কারচুপির সত্যতা মিলবে বলেই ফরহাদ হোসেন বলেছেন।

Leave a comment