দামুড়হুদা গোপালপুরে ক্ষীরা চুরিকে কেন্দ্র করে মারামারি : আহত ৩

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা গোপালপুর গ্রামে ক্ষীরা চুরিকে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রমেই এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মৃত শমসের মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৪৫), তার ভাই জাহাঙ্গীর আলম ঠাণ্ডু (৫০) ও কাবরান মণ্ডলের ছেলে আব্দুস সালাম (৩০) আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত মন্টু মণ্ডল জানান, আমার ভাতিজা আব্দুস সালাম ক্ষীরাক্ষেতে গত শুক্রবার রাতে চুরি হয়। চুরি হওয়া ক্ষীরা গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা বড়বাজার আড়ত থেকে চোরাই ক্ষীরাসহ একই গ্রামের গনির ছেলে শাহেদকে আটক করে। পরে ক্ষীরাসহ শাহেদকে গ্রামে নিয়ে যায়। গ্রামের সালিসের ব্যবস্থা করলে শাহেদ সেখানে উপস্থিত না হয়ে আমাদের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের বিষয়টি প্রতিবাদ করতে গেলে শাহেদসহ দুই ভাই শরিফ ও মাসুদ আমাদের ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এসে চিকিৎসা নিই।

Leave a comment