হরতালের কারণে পরীক্ষার নতুন সময়সূচি

স্থগিত হওয়া বাংলা ২য় পত্র এবং আরবি ১ম পত্র আজ শনিবার সকাল ১০টা

চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাসের জোরগুঞ্জন অব্যাহত : অভিভাকদের মধ্যে হতাশা

 

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে ৬ নভেম্বরের স্থগিত হওয়া বাংলা ২য় পত্র এবং আরবি ১ম পত্র আজ শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে। হরতালের কারণে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষার নির্ধারিত সময়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম। পরীক্ষার নতুন সময়সূচি আজ শনিবার জানানো হবে। মন্ত্রী-সচিব ও বোর্ডগুলোর সাথে আলোচনা করে পরীক্ষার নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে তিনি জানান। এদিকে চুয়াডাঙ্গায় গতকালও ছিলো প্রশ্নপত্র জাল হওয়ার জোর গুঞ্জন। পরশু হাতে পাওয়া প্রশ্নেই কমন পেয়েছে নির্দষ্টি কিছু পরীক্ষার্থী। বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হলে হতাশা নেমে আসে।

আটটি সাধারণ বোর্ডের অধীনে জেএসসিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর বিজ্ঞান/ সাধারণ বিজ্ঞান এবং ১২ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/ বৌদ্ধধর্ম শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে ১০ নভেম্বর ইংরেজি (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও ইংরেজি প্রথম পত্র, ১১ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ১২ নভেম্বর বাংলা সাহিত্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) ও বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিলো। এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে মোট ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন।