ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামে দুই মহিলা মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু বকর, ইয়াকুব হোসেন, নায়েব আলী ও মহরাজকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শৈলকুপা থানর ওসি তরিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটনার জের ধরে উমেদপুর ইউনিয়নের মহিলা মেম্বার জুলেখা ও সাবেক মেম্বার রাফেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
তিনি জানান, বিকেলে জুলেখার স্বামী মকছুদুল ইসলাম বাইসাইকেল যোগে গাড়াগঞ্জ বাজার আসছিলেন। এ সময় রাফেজার সমর্থক আবু বকর তার বাইসাইকেল ভেঙে দেয়। এ ঘটনায় জুলেখার সমর্থকরা আবু বকরকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।
ওসি জানান, এ খবর শৈলকুপার ব্রাহিমপুর গ্রামে পৌঁছুলে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন কমবেশি আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে শৈলকুপা থানায় এখনো কোনো মামলা হয়নি।