টিপ্পনী

খবর: (চুয়াডাঙ্গার সরোজগঞ্জে রাস্তার ওপর হাট)
দখল করে রাস্তাগুলো হাট বসে
গম ছোলা যব তিল মসুরি পাট বসে
মুলো রসুন আলু বেগুন ঝাল বসে
লেবু কাঁঠাল আম পেয়ারা তাল বসে।
হাটমালিকের পয়সা টাকা পাই বাড়ে
বছর বছর আরো ওদের খাই বাড়ে
ধীরে ধীরে বেচাকেনা সেল বাড়ে
চকচকানি শরীরে তাই তেল বাড়ে।
রোডের ওপর হাট মানে তা বাঁশ হয়
দুর্ঘটনায় মানুষ মরে লাশ হয়
রোডের ওপর হাট কেন যে পাস হয়
বললে বিপদ সত্যি যদি ফাঁস হয়।

-আহাদ আলী মোল্লা

Leave a comment