চুয়াডাঙ্গা বিভিন্ন দাবিতে এনসিটিএফ’র পৃথক স্মারকলিপি পেশ

 

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় বিভিন্ন দাবিতে দুটি পৃথক স্মারকলিপি পেশ করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)  চুয়াডাঙ্গা শাখা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক সায়মা ইউনুসের মাধ্যমে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রী বরাবর উক্ত স্মারকলিপি পেশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর পেশকৃত স্মারকলিপিতে শিশু হত্যা বন্ধ ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ এবং শিক্ষা মন্ত্রী বরাবর পেশকৃত স্মারকলিপিতে মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ (নিরাপদ পানি, পয়ঃব্যবস্থা ও স্বাস্থ্যাভ্যাস) ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে অনুরোধ করা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুস স্মারকলিপি গ্রহণ করেন এবং যথাযথ মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাফফাতুল ইসলাম, সম্পাদক আশিকুজ্জামান নিশাত, শিশু সাংবাদিক মেহেরাব্বিন সানভী, শিশু গবেষক আসাদুজ্জামান আসাদ, চাইল্ড পার্লামেন্ট সদস্য মাহফুজ আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

Leave a comment