গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের শাহিনুল কাদিরের পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই লাখ টাকার মাছ মারা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাহীনুলের বাড়ির পাশে নিজস্ব পুকুরে মাছ চাষ করেন। পুকুরে বেশ কয়েক প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। কয়েক দিনের মধ্যে মাছগুলো বিক্রির প্রস্তুতি চলছিলো। কিন্তু বৃহস্পতিবার রাতের আঘারে পুকুরে বিষ প্রয়োগ করে পালিয়ে যায় তার শত্রুরা। গতকাল শুক্রবার সকালে পুকুরে মরা মাছ ভাসতে দেখে বিষয় প্রয়োগের বিষয়টি নিশ্চিত হন শাহীনুল। মাছ মারা যাওয়ায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এদিকে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় গ্রামজুড়ে বইছে নিন্দা ও প্রতিবাদের ঝড়। এ ঘটনার সাথে জড়িত গ্রামের কয়েকজন চিহ্নিত ব্যক্তির নামের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছেন গ্রামবাসী। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
গ্রামের কয়েকজন জানান, মানিকদিয়া গ্রামসহ ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে মৎস চাষ হচ্ছে। এ ইউনিয়নের মানুষের প্রধান আয়ের উৎস এখন মাছ ও মাছের পোনা উৎপাদন। তাই এভাবে শত্রুতার প্রতিশোধ যদি মাছের ওপর যায় তাহলে মাছ চাষ কার্যক্রমে বিরুপ প্রভাব পড়বে। শাহীনুলের মাছ নিধনের ঘটনায় পুকুর ও খামার মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।