স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবেন নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। সারাদেশে এক হাজার ৩৬২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টা ২০ মিনিটের এ লিখিত পরীক্ষা হবে। চুয়াডাঙ্গায় ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। জেলার মোট আবেদক ৮ হাজার ২শ।