চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি বনানীপাড়ার মারামারি মামলার দু আসামি ধরে পুলিশে দিয়েছে ভালাইপুর এলাকাবাসী

 

ভাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি বনানীপাড়া ও শান্তিপাড়ার শবেবরাতের নামাজ পড়াকে কেন্দ্র মারামারি মামলার ২ আসামিকে ধরে গণপিটুনি শেষে পুলিশে দিয়েছে ভালাইপুর এলাকার লোকজন। গতকাল সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গার বনানীপাড়ায় হামলার অভিযুক্ত দু জন কোটপাড়ার লালনের ছেলে নাবিল ও শান্তিপাড়ার ইউছুপ আলীর ছেলে  ইভোন পুলিশের অভিযানে পালিয়ে আত্মগোপন করার জন্য ভালাইপুর গ্রাম হয়ে গোকুলখালীর দিকে যাওয়ার পথে বনানীপাড়ায় হামলার গুরুতর আহত প্রিন্স এর মামাত ভাইদের সামনে পড়ে। গ্রামবাসীর সহযোগিতায়  করিমন থেকে কোর্টপাড়ার নাবিল ও শান্তিপাড়ার ইভোনকে নামিয়ে গণপিটুনি দিয়ে গোকুলখালী পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা পুলিশের হাতে তুলে দেয়। বনানীপাড়ায় প্রিন্সকে হত্যা চেষ্টা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছেন।

গণধোলায়ের সময় কোটপাড়ার নাবিল ও শান্তিপাড়ার ইভোন গ্রামবাসী ও পুলিশের কাছে জানান, আমরা দু-জনসহ নিলার মোড়ের সাব্বির, কোটপাড়ার আকাশ, কলেজপাড়ার আলফাজ, শান্ত, আবু সামা, হৃদয়, শান্তিপাড়ার রামিমসহ কয়েকজন মিলে সম্রাটদের বাড়ি ভাঙচুর চালায় এবং আমরা দুজনই সম্রাটের ভাই প্রিন্সেকে কোপায়। এমন গণপিটুনির খবরশুনে গোকুলখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বিল্লাল হোসেন ঘটনাস্থল উপস্থিত হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় জানালে সদর থানার এএসআই বদরুল ইসলাম তাদেরকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

Leave a comment