আলমডাঙ্গার গোকুল দরগায় মারামারিতে কয়েকজন আহত

 

ভাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গা গোকুলখালী দরগায় মানতের শিরনি দেয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মারামারিতে কয়েজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, আলমডাঙ্গার গোকুলখালী পুলিশ ফাঁড়ির সামনে শত বছর আগের প্রতিষ্ঠিত দরগায় বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে মানত করে থাকেন। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন জায়গার লোকজন ছাগল, মুরগি নিয়ে আসে তাদের মান্নত শোধ করার জন্য। বেশি ছাগল মুরগী হওয়ায় স্থানীয় লোকজনসহ মান্নত কারীদের লোকজনও একটু বেশি হয়। দুপুর ১২টার দিকে রান্না বান্না শেষে শুরু হয় শিরনি দেয়ার কাজ। এক সাথে কয়েক বিভিন্ন লোকজন আসায় মানত শোধ দিতে আসে। কে আগে দেবে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। তাদের মধ্যে খাদিমপুর গ্রামের আলী হোসেনকে (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দরগায় উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছিলো। পরে স্থানীয় পুলিশ ক্যাম্পের সহযোগিতায় বিক্ষুব্ধ লোকজনকে  শান্ত করে দরগা শরীফ থেকে লোকজন সরিয়ে দেয়।

Leave a comment