জরিমানাসহ জবাইকৃত গরু মাটিতে পুতেঁ ফেলার নির্দেশ
মোস্তাফিজ কচি: দামুড়হদা উপজেলার কার্পাসডাঙ্গা কশাই বাজারে রুগ্ণ গরু জবাই করার অপরাধে এক মাংসব্যবসায়ীকে জরিমানাসহ জবাইকৃত গরু মাটিতে পুতেঁ ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের আনিস ২০ হাজার টাকায় একটি রুগ্ণ গাভী গরু কেনে। একদিন পরে কার্পাসডাঙ্গা বাজারের কসাই আরামডাঙ্গা গ্রামের বদিউজ্জামানের ছেলে মিলন ১২ হাজার টাকায় কিনে এনে মাংস বিক্রীর জন্য জবাই করলে খবর পেয়ে দামুড়হুদা উপজেলা ভূমি কর্মকর্তা আ. হালিমের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রুগ্ণ গরু জবাই করে বিক্রি চেষ্টার অভিযোগে গরু ব্যবসায়ী মিলনকে ৫ হাজার জরিমানা করেন ও জবাইকৃত গরু মাটিতে পুতেঁ ফেলার নির্দেশ দেন। জবাইকৃত গরুর স্বাস্থ্য পরীক্ষা করে গরু জবাই করার কথা থাকলেও এখানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহায্য করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই মাহফুজ, ভেটেনারী ফিল্ড অ্যাসিসটেন্ট নজরুল ইসলাম, হাট ইজারাদার মালিক আ. সালাম বিশ্বাস ও আ. কাদের বিশ্বাস।