মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের দু ক্রিকেটার খেলছেন দু দলের হয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দ্বিতীয়বারের মতো আইপিএলে মুখোমুখি হবে তাদের দল। আজ রোববার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে সানরাইজার্স। তবে মুস্তাফিজদের বিপক্ষে হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে সাকিবের কলকাতার শেষ চারে ওঠা। এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। আসরের প্রথম ম্যাচে জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু। তবে প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ৮ উইকেটে জিতেছিলো কোলকাতা। নিশ্চিতভাবেই সেই জয়টিই আবার চাইবে শাহরুখ খানের দল।