মুজিবনগরে মহাজনপুরে আমবাগানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম বিনষ্ট

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫০ মণ অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করে বিনষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠপাড়ার আম বাগান থেকে ৫০ মণ অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জোবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অপরিপক্ক ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম আটক করে। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমগুলো ট্রাকের চাকার নিচে পিষ্ট করে বিনষ্ট করা হয়। উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার সেলিম হোসেন প্রমুখ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরো জানা যায়, আটক ৫০ মণ অপরিপক্ক আম জেলা প্রশাসনের ধার্য্যকৃত তারিখের আগে ভাঙা হয় এবং তাতে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত করে জেলার বাইরে রফতানি করার প্রস্তুতি চলছিলো। আটক আমের সাথে আমের মালিকদের আটক করা যায়নি।

 

Leave a comment