আলমডাঙ্গার লক্ষ্মীপুর গ্রামের ঈদগাহ মাঠের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের ঈদগাহের দুটি বট পাকড়গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গ্রামজুড়ে উত্তেজনা চলছে। গত বুধবার রাতে আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর পার্শ্ববর্তী ঈদগাহ মাঠের দুটি বট পাকড়গাছের সম্পূর্ণ ডাল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গ্রামাবাসী জানায়, গ্রামের কৃষকেরা প্রচণ্ড রোদের ক্লান্তি শেষে গাছ দুটির ছায়ায় বসে প্রাণ জুড়াতো। এছাড়া ঈদগাহ মাঠের শোভাবর্ধন করতো গাছ দুটি।

Leave a comment