দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা স্টেডিয়ামে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকাদের মধ্যে ফাইনালে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কুড়ুলগাছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই মাঠে বিকেল ৫টার দিকে পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান খোকন, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান।
খেলা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার নূর জাহান, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির, তাজকীর আহম্মেদ, আবিদ আজাদ, আশরাফ উল আলম, মমতাজ পারভীন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, শিক্ষক শরীফ উদ্দীন, কুতুব উদ্দীন, হাবিবুর রহমান, মফিজুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খেলায় ধারাভাষ্য দেন জান মোহাম্দ জান্টু মাস্টার ও মনিরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন লিটন, শরীফুল ও মিন্টু।