ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড়কে সমর্থন করছেন গাভাস্কার

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখতে চান ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার। তার মতে বিসিসিআই যেহেতু পরিবর্তনের পক্ষে, তাই তার মতে সাবেক এ অধিনায়কই এ পদের জন্য সেরা।

এ সম্পর্কে গাভাস্কার বলেছেন, আমি এটা দীর্ঘদিন ধরেই বলে আসছি। অবসরের পরে প্রতিটি খেলোয়াড়েরই কিছুটা সময় প্রয়োজন। আমি মনে করি রাহুল সেই সময়টা পার করে এসেছে। আমার মতো হচ্ছে, বিসিসিআই যদি পরিবর্তনই চায় তবে দ্রাবিড়ের থেকে ভালো কোনো পছন্দ আর হতে পারে না। অতীতেও ডানকান ফ্লেচারের বরখাস্তের পরে কোচের পদের জন্য দ্রাবিড়ের নামই প্রস্তাব করেছিলেন গাভাস্কার। এদিকে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিংও ভারতীয় দলের কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ ও বর্তমানে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর দ্রাবিড়কেই বেছে নিয়েছেন। তার মতে, আমি মনে করিনা বিসিসিআই এ পদের জন্য দ্রাবিড়ের থেকে ভাল কাউকে খুঁজে পাবে। সে যদি আগ্রহী হয় তবে এটা ভারতের জন্যই ভালো হবে। তার ক্রিকেটীয় জ্ঞান, অভিজ্ঞতা ও তিন ধরনের ফর্মেট সম্পর্কে ধারণা এসবই তাকে এগিয়ে রেখেছে।

 

 

 

 

Leave a comment