আলমডাঙ্গার হাউসপুরের বীর মুক্তিযোদ্ধা মতলেব আলীর ইন্তেকাল

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন

ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গার হাউসপুরের বীর মুক্তিযোদ্ধা মতলেব আলীর ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মতলেব আলী গতকাল বুধবার সকাল ৯টার দিকে বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে চলে গেলেন না ফেরার দেশে। ১৯৭১ সালে জীবনবাজী রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে প্রাণপণ যুদ্ধ করে বিশেষ অবদান রাখলেও মৃত্যুর কাছে তিনি হেরে গেলেন। সকলকে কাঁদিয়ে নিরবে নিভৃতে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে পরিবারসহ আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মতলেব আলীর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসানের নির্দেশে বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে। বাদ আছর তার জানাজা শেষে হাউসপুর গোরস্তান ময়দানে দাফন সম্পন্ন হয়েছে।

 

Leave a comment