উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখলের অধিকার নিশ্চয়তা চেয়ে আলমডাঙ্গায় সাংবাদিক সম্মেলন

 

আলমডাঙ্গা ব্যুরো: উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখলের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেছেন আলমডাঙ্গার শেখ শাহাদত হোসেন রাজু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন রাজু উল্লেখ করেছেন, তার পিতা-মাতার মৃত্যুর পর চাচাতো ভাই গোলাম সরোয়ার সাবু ও রফি উদ্দিন জোয়ার্দ্দার ওরফে আলম জোয়ার্দ্দার অবৈধভাবে জোরপূর্বক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগ দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তিনি আলমডাঙ্গা পৌর মেয়রের নিকট লিখিত অভিযোগ করেছেন। মেয়র ওই বিষয়ে সালিসের জন্য তারিখ নির্ধারণ করে তাদেরকে বেশ কয়েকবার নোটিশ প্রদান করলেও অভিযুক্তরা সালিসে হাজির হয়নি। উপরন্ত শেখ শাহাদত হোসেন রাজুকে হত্যার হুমকি দেয়। নিরূপায় হয়ে গত বছরের ১৭ এপ্রিল এ বিষয়ে আদালতে মামলা দায়ের করার উপদেশ দিয়ে পৌর মেয়র রায় প্রদান করেন। মেয়রের নির্দেশমতে ওই বিষয়ে তিনি আদালতের সরনাপন্ন হলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। আদালতের নির্দেশে আলমডাঙ্গা থানা পুলিশ সরেজমিনে তাদের জমি দখলের অপচেষ্টা পর্যবেক্ষণ করার পর আদালতে প্রতিবেদনও দাখিল করেছে। তারপরও গোলাম সরোয়ার সাবু ও আলম জোয়ার্দ্দার আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছেন। এ অবস্থায় শাহাদত হোসেন রাজু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।